গোয়াইনঘাটে হাকিম চৌধুরী সমর্থনে গণমিছিলে জনতার ঢল!

গোয়াইনঘাট প্রতিনিধি::

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরীর সমর্থনে গোয়াইনঘাটে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোয়াইনঘাট উপজেলা সদরে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে বিএনপির ৩১ দফা ও হাকিম চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত গণমিছিলটি জনসভায় রূপ নেয়। গণমিছিলটি উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে সবজি বাজার সংলগ্ন পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

 

গোয়াইনঘাট উপজেলা লেংগুড়া ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি কমর উদ্দিনের সভাপতিত্বে, আলীরগাও ইউনিয়ন পরিষদের সদস্য এবাদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত গণমিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট শাহজাহান সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ, সাবেক মেম্বার শামসুদ্দিন আল আজাদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, ইউনিয়ন পরিষদের সদস্য তৈয়বুর রহমান, ও বারহাল ফাজিল মাদ্রাসার শিক্ষক তরিকুল ইসলাম প্রমুখ।

 

গণমিছিলে উপজেলা ও ১৩টি ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, আলেম-উলামা, ব্যবসায়ী, যুবক ও তরুণসহ বিভিন্ন শ্রেণীপেশার কয়েক হাজার জনতা অংশ নেন। গণমিছিলে তৃনমূল নেতাকর্মী ও সাধারণ জনতার পক্ষ থেকে সিলেট-৪ আসনে স্থানীয় প্রার্থী মনোনয়ন দেয়ার দাবী জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়া হয়। সন্ধ্যারাতে উপজেলা সদরের মিছিলটি এক পর্যায়ে বিশাল জনসভায় রূপ নেয়।

 

মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জননেতা হাকিম চৌধুরী এই মাটির সন্তান। তিনি শিশুকাল থেকে শুরু করে আজ অবধি এই জনপদের কল্যাণে কাজ করে আসছেন। যেকোন দুর্দিনে তিনি গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জবাসীর পাশে দাঁড়িয়েছেন। আমরা জানি সিলেট-৪ আসনে কাউকে এখনো প্রাথমিক মনোনয়ন দেয়া হয়নি। গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জবাসী বিভ্রান্ত হবেন না। আমাদের জন্য সুখবর অপেক্ষা করছে। সিলেট-৪ আসনে প্রার্থী মনোনয়নে তৃনমূল নেতাকর্র্মীদের দাবীর মুল্যায়ন হবে। ইনশাআল্লাহ।