রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষা ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) উপজেলার ৬ টি কেন্দ্রে ১৫শত ৩ জন শিক্ষার্থীর অংশগ্রহণে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১২ টার দিকে গোয়াইনঘাটের ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও রতন কুমার অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। শান্তি-শৃঙ্খলা ও আনন্দমুখর পরিবেশে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকরায় সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান গোয়াইনঘাট কিন্ডার গার্ডেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ কোমল উদ্দিন, সহ সভাপতি আলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আজিম উদ্দিন।