সুনামগঞ্জ প্রতিনিধি:
যোগদানের পর থেকে বিশ্ব ঐতিহ্য রামসার সাইট টাঙ্গুয়ার হাওর, যাদুকাটা নদীসহ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সর্বত্র সাঁড়াশি অভিযান পরিচালনা করে পরিবেশ-প্রতিবেশ রক্ষায় অনন্য নজির স্থাপন করে আসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক।
এরই ধারাবাহিকতায় শুক্রবার দিনভর জীববৈচিত্র্য সংরক্ষণে হাওরপাড়ে গ্রামজুড়ে মাইকিং করে চলছে ব্যাপক প্রচারণা। এর আগে বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়। তন্মধ্যে- আসন্ন শীতকালে আগত পরিযায়ী পাখি শিকার বন্ধ করা, হাওরজুড়ে হাঁসের খামার, গরু-মহিষের অবাধ বিচরণ রোধ করা, অবৈধভাবে মাছ শিকার বন্ধসহ বিভিন্ন বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এ প্রসঙ্গে পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর সহসভাপতি দুলাল কান্তি পাল, কোষাধ্যক্ষ সাংবাদিক লিমন মাহমুদ বলেন, হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার ভূমিকা সত্যি প্রশংসনীয়। তিনি যেভাবে হাওর রক্ষা করে আসছেন এমন হলে টাঙ্গুয়ার হাওরের পুরনো ঐতিহ্য অচিরে ফিরে আসবে।
নির্দেশনা জারি ও প্রচারণার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, হাওর এলাকার মৎস্যসম্পদ রক্ষা, রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।