রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাটে ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৪টায় পরগনা বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধাদলের আয়োজনে গোয়াইনঘাট সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলামের পরিচালনায় মুক্তিযোদ্ধা দল ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের সভাপতি হাজী আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দল গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি এম এ হক। পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দল গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম. মদরিছ আলী, সাবেক অবিভক্ত ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা দল গোয়াইনঘাট উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি এম এ রহিম। এসময় জাতীয়তাবাদীদল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ মুক্তিযুদ্ধাদলের শতাধিক নেতাকর্মী

উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করা, মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।