পাবনা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা জামায়াতের নায়েবে আমীর ও জামায়াত মনোনীত পাবনা-৫ (সদর উপজেলা) আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে । তিনি গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) জামাতের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তৃতাকালে এ কথা বলেন।
তিনি আরও বলেন বলেন ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসাবে জাতির আকাঙ্ক্ষা গণভোটের মাধ্যমে সংস্কার সাধনের চেষ্টা করা, এজন্য প্রয়োজন আগে গণভোট পরে নির্বাচন। জাতীয় নির্বাচন ও গণভোট একই সাথে হলে দেশের কোন কল্যাণ হবে না।
পাবনা জেলা জামাতের উদ্যোগে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি ৮ দলের পাঁচ দফা দাবিতে দাবি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে পাবনা শহরের চাঁপা মসজিদ থেকে এক বিক্ষোভ বের হয়,, মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে শহীদ চত্বরে এসে সমাবেশের রূপ নেয়। পাবনা জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক খানের সঞ্চালনায় অধ্যাপক আব্দুল গাফফার খান এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামাতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান পাবনা পৌর জামাতের আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা জামাতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রব, পৌর জামাতের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, সহকারি সেক্রেটারি একরামুল হক, ৮ নং ওয়ার্ড জামাতের আমির মাওলানা আব্দুস সামাদ ৬ নং ওয়ার্ড জামাতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম ৭ নং ওয়ার্ড জামাতের আমির অধ্যাপক আব্দুল্লাহ।