ছাতক প্রতিনিধি ::সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, “ধানের শীষ প্রতীককে বিজয়ী করলে ছাতক–দোয়ারাবাজারে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তার জন্য আন্তরিকভাবে কাজ করব।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়াবাজার পয়েন্টে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অতীতে ও আমি আপনাদের সাথে কাজ করেছি, আপনাদের প্রতিনিধিত্ব করেছি। আমি আসন্ন জাতীয় নির্বাচনে আপনাদের দোয়া-ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। ছাতক-দোয়ারায় বিএনপি ঐক্যবদ্ধ।
আমরা নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে চাই। যারা নির্বাচন বানচালের চেষ্টা করে আবার ভোটের জন্য মানুষের দ্বারে-দ্বারে যাচ্ছে তাদেরকে প্রত্যাখ্যান করে বুঝিয়ে দিন দেশ-জাতি ও নির্বাচনে বিরোধীতা যারা করে সাধারণ মানুষ তাদের ভোট দেবেনা।
তিনি নবীন ভোটারদের প্রতি ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, যারা নতুন ভোটার হয়েছেন তারা এখনো ভোট দিতে পারেনি, প্রবিণরা ও দীর্ঘদিন ধরে ভোট দান থেকে বঞ্চিত ।
আগামী জাতীয় নির্বাচনে দিনের ভোট আর রাতে হবেনা, আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনার ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করুন।আমি নির্বাচিত হলে ছাতক-দোয়ারাবাজারের উন্নয়ন নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
গণসমাবেশে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক চেয়ারম্যান শামছুল হক নমু,আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, হাজী আব্দুল বারী, দোয়ারা বাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকী বিল্লাহ, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন রশিদ, এখলাছুর রহমান তালুকদার, আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, এড. সালেহ আহমদ, ডা.খোকন, মুক্তার আলী, মনির উদ্দিন, বিএনপি নেতা রোয়াব আলী, ফারুক আহমদ, আলী হোসেন, আব্দুন নুর, শাহিন মিয়া, নজরুল ইসলাম, আফতাব মিয়া, আব্দুল কাইয়ুম, হাবিবুর রহমান, মাধব রায়, সেলিম আহমেদ, আলী হায়দার সহ বিএনপি, যুবদল এবং অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।