জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর লাল শাপলা বিল পর্যটন এলাকায় “শাপলা বিলাস ফুড কর্ণার” উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় তরুন উদ্যােক্তা গুলজার হোসেন ফারহান, সামসুল হক, ফেরদৌস চৌধুরী, নাহিদ আহমেদ-এর
ব্যবস্থাপনায় বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থিত পর্যটন এলাকার ঐতিহাসিক ডিবির হাওর লাল শাপলা বিলে আধুনিক কারুকাজ করা গ্রামীণ পরিবেশে পর্যটক বান্ধব “শাপলা বিলাস ফুড কর্ণার” স্থাপন করা হয়েছে।
১৩ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় “শাপলা বিলাস ফুড কর্নার” উদ্বোধন করেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান,শাপলা বিল সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন, মানিক আহমদ, মনির হোসেন, যুবনেতা সাইদুল ইসলাম, রিমাল হোসেন, ফটো গ্রাফার হোসেন মিয়া ও জাহিদুল ইসলাম। এর আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এক দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।