ওসমানীনগর প্রতিনিধি::

সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সালিশ ব্যক্তিত্ব আয়াছ মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি বিশ্বনাথ পৌরশহরের সাবেক ‘ভোজন ঘর রেস্টুরেন্ট’-এর স্বত্তাধিকারী এবং বর্তমান সিলেট জজ কোর্টের সরকারি ক্যান্টিনের কর্ণধার ছিলেন। এছাড়াও তিনি ওসমানীনগর উপজেলার খাদিমপুর পশ্চিমপাড়া গ্রামের একজন স্বনামধন্য সালিশ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ২:১৫ মিনিটের সময় মরহুমের নিজ গ্রামের শাহী ঈদগা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার ভাগনা মাওলানা মোদাচ্ছির আলী। জানাজার পূর্বে তার শুভাকাঙ্খী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শেষ বারের মতো একনজর দেখতে ভিড় করেন।

জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ পরিবার পরিজন ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।