বিশেষ প্রতিনিধি :: সিলেট মহানগর ছাত্রলীগের অন্তর্ভুক্ত সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ এর বাড়িতে হামলা ভাংচুর লুটপাট চালিয়েছে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা যায় গত (৫ আগস্ট ) ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশ ছেড়েছেন খবরে সারাদেশে আওয়ামী লীগের কার্যালয়,নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনায় দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটর ঘটনা ঘটে।

এর ধারাবাহিকতায় গত ( ২ অক্টোবর) রাত ৯টায় জৈন্তাপুর উপজেলাধীন চিকনাগুল ইউনিয়নের কহাইগড় গ্রামস্থ ছাত্রলীগ নেতা শাহিনের বাড়িতে স্থানীয় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের যুবদল-ছাত্রদলের ২০/৩০ নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে শাহিন আহমেদ এর বাড়িতে হামলা ভাংচুর লুটপাট চালায় এসময় শাহিন কে বাড়িতে না পেয়ে তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। হামলায় শাহিনের বাবা মারাত্মক ভাবে আহত হন। এসময়ে ছাত্রদল যুব-দলের ক্যাডারা তার ঘর থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ ১ লক্ষ ৯০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনার পর থেকে শাহিনের পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জানা যায় শাহিনের পরিবার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। শাহিন আহমেদ সরকারি কলেজে পড়ালেখার সুবাদে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতাকালীন সময়ে তিনি দীর্ঘদিন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। রাজনীতি করার কারনে জামাত বিএনপির নেতাকর্মীদের সাথে তার শত্রুতা সৃষ্টি হয়। আর এই কারণে শাহিন ও তাঁর পরিবারের উপর বেশ কয়েকবার হামলা করা হয়েছে। এর পর শাহিন পালিয়ে যুক্তরাজ্যে চলে যান।

শাহিন আহমেদ জানান তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকায় রাজনৈতিক প্রতি হিংসার কারণে তাদের ঘরবাড়িতে হামলা করে সবকিছু শেষ করে দিয়েছে বিএনপির জামায়াতের নেতাকর্মীরা। আমি মানবতার দেশ যুক্তরাজ্যে পালিয়ে আসায় প্রাণে বেচে আছি। এখন আমি সহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি ও হুমকির মুখে রয়েছি ।

উল্লেখ্য:: বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছর অগাস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে।

গত সোমবার (১০ মে ২০২৫) জারি করা এ সম্পর্কিত প্রজ্ঞাপন নিষিদ্ধ করে সরকার। এর আগে গত নভেম্বর (২০২৫ ইং) ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছিলো সরকার।