আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীককের সিলেটের জৈন্তাপুর উপজেলায় ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করছেন জাসাস নেতাকর্মীরা।
মঙ্গলবারও দিনভর উপজেলার ৩ নং চারিকাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন জাসাস নেতারা।
এসময় জাসাস নেতৃবৃন্দ ৩১ দফার স্বপক্ষে জনমত গঠন ও আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।
এসম উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা জাসাসের সভাপতি এম আর মামুন, সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দিন, জাসাস নেতা জাহিদ হাসান, হারিছ উদ্দিন, আলি আহমেদ, আব্দুর রশীদ খা, এনামুল হাদী, আব্দুল্লাহ, মাহিন আহমেদ প্রমূখ।