নিজস্ব প্রতিবেদক:

নেত্রকোণার মোহনগঞ্জে উন্নত জাতের ঘাস চাষ কৌশল সংরক্ষণ প্রযুক্তি এবং খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক দুই দিন ব্যাপী খামারি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

 

উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মনোরঞ্জন ধর। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুর রহিম মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী পুষ্টি উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের পরিচালক মো. আমজাদ হোসেন ভূঞা।

 

জানা গেছে, প্রাণি সম্পদ অধিদপ্তরের ‘প্রাণী পুষ্টি উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প (১ম সংশোধিত)’ এর আওতায় মোহনগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার ও বুধবার এ দুই দিন প্রশিক্ষণ চলবে। এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার খামারিগন অংশ গ্রহন করেছেন।