নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় উপজেলা কৃষি অফিসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মবচারীরা মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী কলম বিরতি কর্মসূচি পালন করেছেন।

 

জানা গেছে, নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কর্তৃক হামলার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে। হামলার প্রতিবাদে গত বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িতে মানববন্ধনের পর সোমবার সংবাদ সম্মেলন করেছে বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশন। ওই সংবাদ সম্মেলনে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী কলম বিরতি কর্মসূচি পালন করা হয়।

 

কলম বিরতিতে অংশ নেওয়া মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা জানান, একজন বিসিএস কর্মকর্তার উপর ন্যাক্কার জনক হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ ছাড়া সারাদেশে কৃষি দপ্তরে ৩ দিনের কর্মসূচি পালন করা হবে বলেও তারা জানান। কর্মসূচি সমূহের মধ্যে রয়েছে- ১১ নভেম্বর এক ঘণ্টা কলমবিরতি, ১২ নভেম্বর একঘন্টা অবস্থান কর্মসূচি ও ১৩ নভেম্বর উপজেলা, জেলা ও আঞ্চলিক কৃষি অফিসসহ সব কৃষি দপ্তরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন।

 

বর্তমান সরকার ও প্রশাসনের সক্রিয় উদ্যোগেই ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ সকল কর্মকর্তা-কর্মচারীর নিরাপদে ও মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন এমনটাই প্রত্যাশা করছেন তারা।

 

এবিষয়ে দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, শেরপুরের নকলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় গত ৫ নভেম্বর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহারিয়ার মোরসালিন মেহেদীকে মারধর করে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ধুকুড়িয়া গ্রামের রাহাত হাসান কাইয়ুম ও ছাত্রদল নেতা ফজলুল হক। পরে আহত ওই কৃষি কর্মকর্তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে ওইদিন রাতেই উপজেলা কৃষি কর্মকর্তা নিজে বাদী হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেন।