আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল অপপ্রচার শুরু করেছে। এ ঘটনাকে ঘিরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিয়ানীবাজার উপজেলা ও পৌর যুবদল।
রবিবার (১০ নভেম্বর) এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা ও পৌর যুবদল জানায়— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দল যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি সকল পর্যায়ে মেনে চলা প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল দলের শৃঙ্খলা ভঙ্গ করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা উপেক্ষা করে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছে, যা অত্যন্ত দুঃখজনক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের অপপ্রচার দলের ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। বিয়ানীবাজার উপজেলা ও পৌর যুবদল এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছে— গ্রুপবাজি ও অপপ্রচারমূলক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুল, সিনিয়র যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুবাস, বিয়ানীবাজার পৌর যুবদলের আহবায়ক হোসেন আহমদ দুলন এবং সিনিয়র যুগ্ম আহবায়ক নজমুল হোসেন। বিজ্ঞপ্তি