তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী আনিসুল হক।

 

সোমবার (১০ নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগর বাজারে ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

 

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে থাকবে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক উন্নয়ন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের মানুষ সত্যিকারের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।

 

তিনি আরও বলেন, হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে ৩১ দফার মধ্যে বিশেষ অঙ্গীকার রয়েছে। আমরা সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চাই।

 

বিএনপি প্রার্থী আনিসুল হক হাওর এলাকার অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নের কথাও তুলে ধরেন। তিনি বলেন, সুনামগঞ্জ-১ আসনটি হাওরবেষ্টিত এলাকা। এখানে উন্নয়ন হবে মানুষের অংশগ্রহণে, সম্প্রীতির ভিত্তিতে। তাই ধানের শীষের বিজয় মানে হবে জনগণের বিজয়। এই বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম শিকদার। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই হাওর অঞ্চলের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। বিএনপি প্রার্থী আনিসুল হকের নেতৃত্বে এ আসনে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

নেতাকর্মীরা আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলের ঐক্যই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের মূল চাবিকাঠি।

 

পথসভা শেষে স্থানীয় নেতাকর্মীরা আনিসুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট আদায়ে সর্বাত্মক প্রচারণা চালানোর অঙ্গীকার করেন।

 

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আনিসুল হক হাওরাঞ্চলের বিভিন্ন গ্রাম ও ইউনিয়নে ধারাবাহিকভাবে উঠান বৈঠক, পথসভা ও মতবিনিময় সভা করছেন। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি নির্বাচনী মাঠে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছেন।