গোয়াইনঘাট প্রতিনিধি::.
সিলেট জেলা পুলিশের কার্যক্রমকে গতিশীল ও গণমুখী রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার অভিযানে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার (বিপি-৭৬০১০৩৪৫০৫)-কে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে।
গত শনিবার (৯ নভেম্বর ২০২৫) সিলেট পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে, ওসি তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে গোয়াইনঘাট থানা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তার নেতৃত্বে পরিচালিত টিমের নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টার ফলে গোয়াইনঘাট থানা এলাকায় মাদক উদ্ধার এবং অপরাধ দমন কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
পুরস্কার প্রাপ্তি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, এই সম্মান আমি একক অর্জন হিসেবে দেখি না; এটি আমার পুরো টিমের পরিশ্রম, একাগ্রতা ও নিষ্ঠার ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও অপরাধ দমন করা আমাদের প্রধান লক্ষ্য। আমরা ভবিষ্যতেও সিলেট জেলার শান্তি ও নিরাপত্তা রক্ষায় অটল থাকব।
এদিকে, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রত্যয়নপত্রে গোয়াইনঘাট থানার এই সাফল্যকে জেলার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।