বানিয়াচং প্রতিনিধি ।। হবিগঞ্জের বানিয়াচং মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বাদ মাগরিব গ্যানিংগঞ্জ বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া।
সভায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি সদস্যদের পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বনভোজনসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়।
সভায় এক অনুপ্রেরণামূলক মুহূর্ত সৃষ্টি হয় যখন দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি শাব্বীর আহমদ শিবলী নোমানী নীতি ও আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে মডেল প্রেসক্লাবের সদস্য হিসেবে যোগদান করেন। তাঁর এই সংযুক্তি সভায় উপস্থিত সবার মধ্যে নতুন উদ্দীপনা যোগায়।
এসময় উপস্থিত ছিলেন— সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হাসান, প্রচার সম্পাদক রাহিম উদ্দিন রিয়াজ, নির্বাহী সদস্য মোবাশ্বির আহমদ, ইমরান চৌধুরী ও ফারুক আহমদ প্রমুখ।
সভা শেষে সাংবাদিকতার মানোন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সদস্যবৃন্দ।