নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা পুলিশের কার্যক্রম গতিশীল রাখা, গণশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হয়েছেন জৈন্তাপুর মডেল থানার এএসআই (নিরস্ত্র) মো: শাহজাহান আলী (বিপি-৭৭৯৮০৬১৯৯৮)।
অক্টোবর ২০২৫ মাসের শ্রেষ্ঠ এএসআই হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রত্যয়নপত্র প্রদান করেন ৯ নভেম্বর ২০২৫ তারিখে।
সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এএসআই মোঃ শাহাজাহান আলি কর্তব্যনিষ্ঠা, সততা ও পেশাগত দক্ষতার মাধ্যমে জৈন্তাপুর মডেল থানায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রেখেছেন।
এই অর্জনে সহকর্মী ও স্থানীয় জনগণের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।