হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামে মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুসল্লি ইমরুল মিয়াকে হত্যার ঘটনায় আসামি রোসেল মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

গ্রেফতার রোসেল মিয়া জেলার নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে।

 

এর আগে একইদিন জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোসেল মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব জানায়, সম্প্রতি নবীগঞ্জ উপজেলার হাসানখালি এলাকায় একটি কালভার্টের নিচে জাবেদ মিয়া নামের একজনের লাশ পাওয়া যায়। এ ব্যাপারে মামলা হয়। এ হত্যা মামলায় ১৬ সেপ্টেম্বর ইমরুল মিয়া গ্রেফতার হন। ২ নভেম্বর তিনি জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে বাড়িতে আসেন। এতে নিহত জাবেদের পরিবার ক্ষুদ্ধ হয়।

 

এরই প্রেক্ষিতে ৭ নভেম্বর জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নিহত জাবেদের ভাই রোসেল মিয়া হঠাৎ ইমরুলের উপর হামলা করে ছুরিকাঘাত করেন।

 

পরে গুরুতর আহত হয়ে ইমরুল মিয়া মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক মুসল্লিরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনাটি নবীগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে আসামিকে আইনের আওতায় আনতে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং দ্রুত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই রোসেল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

র‍্যাব-৯ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।