নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ঢাকা বিভাগীয় কাউন্সিল অধিবেশন শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ঢাকা বিভাগীয় কমিটির আহ্বায়ক মাও. মোঃ সেলিম জাফর খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব ডা. ইব্রাহিম খলিল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাও. আমিনুল ইসলাম চৌধুরী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাও. মোজাম্মেল হক।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির হিসাব রক্ষক ক্বারী আব্দুল হাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের সভাপতি মাও. মুফতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মাও. রফিফুল ইসলাম কিশোরগঞ্জী, নরসিংদী জেলার সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক, কিশোরগঞ্জ জেলার কোষাধ্যক্ষ হাফেজ মাও. ইসলাম উদ্দিন, ঢাকা জেলার সভাপতি মাও. মোরশেদ আলম, টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাও. হাফিজুর রহমান, গাজীপুর জেলার সভাপতি মাও. তোফাজ্জল হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি কাজী মোঃ সালাহ উদ্দিন, রাজবাড়ী জেলার সভাপতি মাও. মোস্তাক আহমদ, মাদারীপুর জেলা প্রতিনিধি মুফতি সাঈদ আহমদ, মানিকগঞ্জ জেলার আহ্বায়ক মাও. রুহুল আমীন বিন আঃ সাত্তার, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মাও. মোঃ আবু জাফর সাদেক, ফরিদপুর জেলা প্রতিনিধি মুফতি জাবের হোসাইন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি এম. আজিজুর রহমান ফারুকী, ঢাকা জেলার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক মাও. কাজী এইচ. এম. বেলায়েত হোসেন, ঢাকা জেলার সদস্য মোশাররফ হোসেন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে মাও. মোঃ সেলিম জাফর খান-কে সভাপতি, মুফতি আব্দুর রাজ্জাক কে সাধারণ সম্পাদক এবং মাও. নাজমুল হাসান-কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট ঢাকা বিভাগীয় কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি