জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় আম গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সাইদুল ইসলাম (২২)। সে উপজেলার আসামপাড়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছোট ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এক সন্তানের জনক সাইদুল পেশায় শ্রমিক ছিলেন। গেল এক মাস ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ সময় মানুষের সাথে ঝগড়াঝাঁটি-মারামারি করার কারণে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল।

 

শনিবার (৮ নভেম্বর) সকালের কোন এক সময় তিনি সবার অজান্তে ঘর থেকে বেরিয়ে যান। এ সময় তার হাতে একটি কাঠের তৈরি মোটা লাঠি ছিল। পথিমধ্যে বারেক নামে এক ব্যক্তিকে লাঠি দিয়ে আঘাতের খবর পেয়ে পরিবারের লোকজন তার খোঁজ করতে থাকেন।

 

খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল পৌনে ৯টার দিকে তার নানাবাড়ির পেছনের একটি আমগাছের ডালে সাইদুলের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এক নারী। এ সময় স্থানীয়রা জৈন্তাপুর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

 

তার মরদেহের পাশে তিন ফুট লম্বা একটি কাঠের তৈরি লাঠি পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার গলায় লাল রঙের একটি শাড়ি পেঁচানো ছিল।

 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।