জৈন্তাপুর প্রতিনিধি ::সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির উদ্যোগে এক প্রাণবন্ত আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার হরিপুর বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়, যা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইমাম উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহেল আহমদ এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মুক্তার আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুতলিব, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, উপজেলা যুবদল নেতা শামীম আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম শাহীন আলম,ছাত্রদল নেতা নাদিম আহমদ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুমেল আহমেদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান কুতুব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক বদরুল ইসলাম, শামীম আহমদ, নাসির উদ্দিন, রহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা শরিফ উদ্দিন, ফারুক আহমেদ, নোমান আহমেদ, সেলিম উদ্দিন,যুবদল নেতা জয়নাল আবেদিন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ, বিএনপি নেতা লোদাই মিয়া, হযরত শাহজালাল (রহ.) কলেজ ছাত্রদলের সদস্য সচিব সায়েল আহমদ, ছাত্রদল নেতা নোমান আহমেদ,মাহফুজ আহমদ, মারুফ আহমদ, ইসমাইল আলী ইয়াসা শাহানসহ উপজেলা ও ইউনিয়নের তৃণমূল পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটি ঐক্য, সাহস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবাদী আদর্শের পথে কাজ করে যাবে।
তারা সংগঠনের ভিত্তি আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পথসভা শেষে আনন্দ মিছিলটি হরিপুর বাজার প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।