সিলেট নগরীর সোবহানীঘাটে ব্যাটারি ও আইপিএস এর বিপণন প্রতিষ্ঠান ‘লোকনাথ ট্রেডিং’ এর একুশ বছর পূর্তি পালন ও স্থানান্তরিত বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর সোবহানীঘাটস্থ জালাল উদ্দিন উদ্দিন মার্কেটে ( হোটেল ভ্যালি গার্ডেন ও ব্যাংক এশিয়া এর পার্শ্বে ) স্থানান্তরিত নতুন বিক্রয় কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লোকনাথ ট্রেডিং’ এর উপদেষ্টা উপেন্দ্র চন্দ্র চন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেট মিরর পত্রিকার সম্পাদক আহমেদ নূর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী। লোকনাথ ট্রেডিং’ এর ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র চন্দ ও সহকারী ব্যবস্থাপক অর্পণ চন্দ্র চন্দ এর যৌথ পরিচালনায় এবং নৃপেন্দ্র চন্দ্র চন্দ এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী জ্যোর্তিময় সিংহ মজুমদার চন্দন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমান্দ্রি শেখর রায়, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, মহানগর দায়রা জজের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি এবং ‘ভাষ্কর’ সম্পাদক পুলিন রায়, ছড়াকার ধ্রæব গৌতম, অ্যাডভোকেট অরুপ শ্যাম বাপ্পি, শাহীনা ইয়াসমিন, বিশিষ্ট ব্যবসায়ী আলীম উদ্দিন, হ্যামকো কর্পো. লি. এর বিভাগীয় প্রধান মল্লিক মুজাহিদুল ইসলাম, সিনিয়র অফিসার রক্তিম হোসেন, নাভানা ব্যাটারি’র মো. রুবেল শেখ, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, ইমিগ্রেশন অ্যাডভাইজার রাহুল চন্দ্র চন্দ, লোকনাথ ট্রেডিংয়ের ম্যানেজার রাখাল কান্ত দাশ, ধ্রæব চন্দ, অর্ঘ্য চন্দ, বিপ্লব পাল পাপ্পু, অভয় চন্দ, রাহুল চন্দ, স্বচ্ছ চন্দ্র, মিলন চন্দ, বিপ্লব চন্দ, মিলন বিশ্বাস, অপু বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ২১ বছর ধরে ‘লোকনাথ ট্রেডিং’ অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। আগামীতেও ক্রেতাদের আস্থা ধরে রেখে কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায় লোকনাথ ট্রেডিং তাদের ভূমিকা পালন করে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।