ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি ::কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম বাঘারপাড় (হাতিমখাল) এলাকার মরহুম মজমিল আলীর বাড়ির সন্নিকটে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে নির্মিত কালভার্টটি এখন এলাকাবাসীর জন্য দুর্ভোগের নতুন নাম হয়ে দাঁড়িয়েছে। কালভার্টের কাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে দুই পাশে মাটি ভরাট না করায় স্থানীয়দেরকে প্রতিদিন মই বেয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

 

সরেজমিনে দেখা যায়, কালভার্টটি সম্পূর্ণ নির্মিত হলেও সংযোগ সড়ক না থাকায় মানুষজন বাজার থেকে বাঁশের তৈরি মই এনে যাতায়াত করছে। ফলে নারী, শিশু ও বৃদ্ধদের জন্য চলাচল এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

 

স্থানীয় বাসিন্দা আলী হোসেন (৪০) বলেন, “কালভার্টের পাশে মাটি না থাকায় আমাদের মই বেয়ে উঠতে হয়। বাচ্চাদের নিয়ে যাতায়াত করতে ভয় লাগে।”

একই এলাকার ফয়জুল হক (৬০) জানান, “দুই দিন আগে রাতে এক মোটরসাইকেল আরোহী মই বেয়ে উঠতে গিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন।”

 

জানা গেছে, পূর্ব বাঘারপাড় ও পশ্চিম ঢোলাখাল পাকা রাস্তা হতে মরহুম মজমিল আলীর বাড়ির অভিমুখে এই কালভার্টটি নির্মিত হয়। কাজটি সম্পন্ন করেন ঠিকাদার মোঃ কালা মিয়া ও জুয়েল আহমেদ। কিন্তু কাজ শেষ হওয়ার প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনো দুই পাশে মাটি ভরাট করা হয়নি।

 

৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির আহমদ বলেন, “বিশেষ করে নারী ও শিশুদের যাতায়াত এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিকল্প রাস্তা না থাকায় ভোগান্তি বাড়ছে।”

 

ঠিকাদার জুয়েল আহমেদ বলেন, “পানির কারণে এখন মাটি ফেলতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে এক মাসের মধ্যে কাজ শেষ হবে, তখন যাতায়াতে কোনো সমস্যা থাকবে না।”

 

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম শাওন ভূঁইয়া বলেন, “ঠিকাদারকে ইতিমধ্যে মাটি ভরাটের নির্দেশ দেওয়া হয়েছে। যদি দ্রুত কাজ সম্পন্ন না হয়, তাহলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করে জনগণের যাতায়াত নিশ্চিত করা হবে।”