‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে সিলেটে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর ফাইনাল সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসন, সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার ৪ নভেম্বর বেলা দুইটাই সিলেট জেলা স্টেডিয়ামে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল কে ১-০ গোলে হারিয়ে প্রথমবারে মতো চ্যাম্পিয়ান হয়েছে জৈন্তাপুর উপজেলা ফুটবল দল।
ফাইনাল খেলা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা প্রশাসক সারোয়ার আলম। এসময়ে তিনি বিজয়ীদের মাঝে বক্তব্য রাখেন ও পুরস্কার তোলে দেন। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।