সিলেট নগরীর ১৪নং ওয়ার্ডের ছড়ারপাড় এলাকা থেকে ৩ বছর বয়সী আব্দুল্লাহ আল-আমিন নিখোঁজ হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বাসার সামনে অন্য শিশুদের সাথে খেলতে গিয়ে আর বাসায় ফিরেনি আল-আমিন। ছড়ারপাড় এলাকার ১৮নং বাসার সালাম মিয়া ও সাহিদা বেগমের ছেলে। নিখোঁজের পর আত্মীয়-স্বজন সহ প্রায় সব জায়গায় খোঁজাখোঁজি করেও তাকে কোথায় পাওয়া যায়নি।

তার মা সাহিদা বেগম জানান, প্রতিদিনের মতো বাসার সামনে দুপুর ১টায় অন্যান্য শিশুদের সাথে খেলতে যায়। তিনি তাকে শিশুদের সাথে খেলতে দেখে বাসা থেকে বেরিয়ে যান। কিছুসময় পরে এসে দেখেন সে আর অন্যান্য শিশুদের সাথে নেই। তারপর থেকে বাসা সহ এলাকায় বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। ছেলেকে ফিরে পেতে সবার সহযোগিতা চেয়েছেন তার মা ও বাবা। তার কোন সন্ধ্যান পেলে ০১৭৯৪-৯৯১৩৩৭ ও ০১৭৫৮-৯১৫৩২৮ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি