নিউজ  ডেস্ক : বিশিষ্ট শিক্ষানুরাগী, দৈনিক জৈন্তা বার্তার সম্পাদক মোহাম্মদ রশিদ হেলালী’র ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জৈন্তাপুরে তাঁর প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শোক সভায় বক্তারা মোহাম্মদ রশিদ হেলালীকে জৈন্তিয়ায় শিক্ষা বিপ্লবের অগ্রদূত আখ্যায়তি করে তার অবদানরে কথা স্মরণ করেন। বক্তারা বলেন, রশিদ হেলালী পিছিয়ে থাকা অনগ্রসর শিক্ষা বঞ্চিত জৈন্তিয়ায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে জৈন্তায় শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। শোকসভা শেষে সাংবাদিক মোহাম্মদ রশিদ হেলালী’র জন্য মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ

 

সাংবাদিক রশিদ হেলালী’র ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল রবিবার বেলা ১১টার সময় জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে রশিদ হেলালী স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দের সভাপতিত্বে ও কম্পিউটার বিভাগের প্রদর্শক সাংবাদিক মনজুর আহমদ’র পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কলেজের শিক্ষানুরাগী সদস্য আব্দুল হাফিজ, সমাজ সেবা কর্মকর্তা ও কলেজের শিক্ষানুরাগী সদস্য আলতাফুর রহমান, কলেজের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি সাংবাদিক ফারুক আহমদ, কলেজের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, প্রভাষক নুরুল ইসলাম, প্রভাষক মাকসুদা লিলি, প্রভাষক অলকেশ দে, আরাফাত রুস্তম, ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার মো. হারুন রশীদ, বিল্লাল হোসেন, গীতা রানী দে, ইঞ্জিনিয়ার মো. মনির উদ্দিন প্রমুখ। শোকসভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক শাহ আলম।

 

তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট

 

একই দিন বেলা সাড়ে বারোটার সময় তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা রশিদ হেলালী স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হোসেন মেননের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের সাবেক সভাপতি সাংবাদিক ফারুক আহমদ। প্রভাষক আজহারুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলপূর্ব স্মরণসভায় আরও বক্তব্য দেন প্রভাষক নাফিসা ইয়াসমিন, ডেমোনেস্টটর কৃঞ্চ চরন দাস, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হোসেন আহমদ, উজ্জল, আল আমিন, এনামুল হক ও পারভেজ আহমদ প্রমুখ।

 

জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ

 

জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাংবাদিক মোহাম্মদ রশিদ হেলালীর ১২তম মৃত্যুবার্ষিকী গতকাল রবিবার বেলা সাড়ে বারোটার সময় শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ এম মফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক খসরু নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আবুল খায়ের, শাহানা বেগম, নন্দন দত্ত, গুরু দাস রায়, শফিকুল ইসলাম, সুনির্মল দত্ত, নিপু চন্দ্র দাস, প্রভাষক আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন সবুজ, লাইব্রেরিয়ান কবির আহমদ প্রমুখ। শোকসভা শেষে সাংবাদিক মোহাম্মদ রশিদ হেলালী’র জন্য মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ এম মফিজুর রহমান চৌধুরী।