হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নয় হত্যা মামলার আসামি মঞ্জু দাসকে (৫৯) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

 

রবিবার (২ নভেম্বর) বেলা দেড়টায় উপজেলার কাদিরগঞ্জ বাজার এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউনিয়ন দৌলতপুর পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

 

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাদিরগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঞ্জু দাসকে আটক করা হয়। তিনি নাইন মার্ডার মামলার এজাহার নামীয় ৪৩ নম্বর আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন।

 

 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারের পর থানা হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হবে।’

 

 

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে থানা পুলিশের সংঘর্ষে ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এই ঘটনার ১৬ দিন পর নিহত এক শিশুর পিতা ৯ জন হত্যার ঘটনায় আওয়ামী লীগের সাবেক দুই এমপিকে হুকুমদায়ী আসামী করে ১৬০ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।