সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়েছে। ধলাই ব্রিজ ও সাদা পাথর এলাকায় এই অভিযানে অবৈধ উত্তোলনের অভিযোগে ১২টি নৌকা জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ১২ জনকে আটক করা হয়েছে।

 

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাতভর এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার। অভিযানে সহযোগিতা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় আনসার বাহিনী।

 

ধলাই নদীর পাড়ে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি রাতের অন্ধকারে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করছে। যার ফলে নদীর তীর ভাঙন ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে জব্দ নৌকাগুলো উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে এবং আটক ১২ জনের বিরুদ্ধে বালুমহাল ও পাথরমহাল ব্যবস্থাপনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।