সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

গত ৩১ অক্টোবর (শুক্রবার) রাত ৯টায় চারখাই ইউনিয়নের জালালনগর এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রউফ এবং পরিচালনা করেন মাওলানা আবু সাঈদ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জননেতা হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ চৌধুরী,২নং ওয়ার্ডের মেম্বার জনাব নজরুল ইসলাম,জনাব মোঃ নাসির উদ্দীন, জনাব আয়নুল হক মাস্টার,জনাব আসাব আলী,মাওলানা আখতার হুসেন ও মাওলানা শিব্বির আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বক্তারা বলেন,আমরা অনেককেই দেখেছি, কিন্তু এবার আমরা আলেম প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামকে সংসদে পাঠাতে চাই। এলাকার উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাঁর মতো সৎ ও আমানতদার নেতৃত্বের বিকল্প নেই।

 

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন,আমি প্রতিশ্রুতিতে নয়,বাস্তবায়নে বিশ্বাসী। জনগণকে প্রতিশ্রুতির ফাঁদে আটকিয়ে রাখতে চাই না। আমি যেখানে যাচ্ছি,মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের চেষ্টা করছি। ইতিমধ্যে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের বেশ কয়েকটি রাস্তার সংস্কারের উদ্যোগ নিয়েছি। আলেম সমাজ আমাকে জনগণের খেদমতের জন্য মনোনীত করেছেন। আপনারা যদি যোগ্য মনে করেন,আমার উপর আস্থা রাখুন—আমি সাধ্যের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকব।

 

উঠান বৈঠকে জালালনগর এলাকার সর্বস্তরের জনগণ, মুরব্বী,যুবক ও তরুণদের উপস্থিতিতে খেজুর গাছ প্রতীকের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করা হয়।

 

শেষে মাওলানা আব্দুর রউফ এর দোয়ার মাধ্যমে বৈঠকের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি।