সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা।।
শনিবার (১লা নভেম্বর) সকালে জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় আয়োজিত এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শরিফ উদ্দিন।
কবি মামুন সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) আজিজুল হক খোকন, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম,
ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক জহিরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জৈন্তাপুর বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জৈন্তাপুর রিক্সা শ্রমিক সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম, আসামপাড়া আশ্রয়ণ বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি আব্দুল জলিল, ফতেপুর ইউনিয়ন মৎসজীবি সমবায় সমিতির সভাপতি লাবন্য সরকার।