বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নে গণসংযোগ ও সমাবেশ

 

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি দেশের মুক্তির প্রতীক, এটি সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীক। আমরা জনগণের কাছে যাচ্ছি, ধানের শীষে ভোট চাচ্ছি। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, আমাদের ৩১ দফা শুধু রাজনৈতিক নয়, এটি জনগণের মুক্তি ও উন্নয়নের রূপরেখা। ধানের শীষ হলো স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের জীবনের প্রতীক। তিনি আরো বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে ছিল। এই এলাকার মানুষ কখনও অন্যায়ের সাথে আপস করেনি। ইনশাআল্লাহ, আপনারা যদি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকেন, তাহলে বিজয় আমাদের হবেই। আমরা জনগণের সেবা করতে এসেছি, ক্ষমতায় গিয়ে উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।

তিনি শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার ১১ নং লাউতা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিয়ানীবাজার উপজেলার ১১ নং লাউতা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়েস আহমদের পরিচালনায় প্রধান বক্তার বিয়ানীবাজার উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট আহমেদ রেজা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপি সহ-সভাপতি আতাউর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বাবুল হোসেন, থানা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সহ সভাপতি কটন আলী, থানা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মালিক, লাউতা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মজির উদ্দিন, যুগ্ম সম্পাদক সোহেল আহমদ, মুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এমরান আহমদ চৌধুরী ইমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজাল, লাউতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বলাই, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হামিদ, সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান রাজা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিব প্রমুখ। বিজ্ঞপ্তি