জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে: আবুল হাসনাত

 

সিলেট জেলা যুবদলের সহ সভাপতি ও সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে দলীয় নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে। বিভেদের রাজনীতি পরিহার করে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করলে বিএনপি আবারও জনগণের আস্থা অর্জন করবে। এই নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন, তাই সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থনের গণজোয়ার তুলতে হবে। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, ভোটের অধিকার ফিরে পেতে চায়। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে, জনগণকে সচেতন করতে হবে এবং ভোটের দিন পর্যন্ত এই গণআন্দোলন অব্যাহত রাখতে হবে।

শুক্রবার( ৩১ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় ৩নং খাদিম নগর ইউনিয়ন কমপ্লেক্স ভবনে ৩ নং খাদিম নগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী ২০২৬ সনের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে যুবদলের যুবদলের নির্বাচন কালীন কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও মহানগর যুবদলের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ এর পরিচালনা বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মহব্বত আলী ও বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুস সালাম লয়লু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক রাজু আহমদ, জেলা সহ সাধারণ সম্পাদক শহীদ হোসেন টিটু,জেলা যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম সাজু, জেলা সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, লায়েক আহমদ, মহানগর যুবদলের সহ ত্রান ও পুর্নবাসন বিষয় সম্পাদক জুনেদ আহমদ,সহ- বন ও পরিবেশ বিষয় সম্পাদক রেহান আহমদ কামরান,সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন (মেম্বার), সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সাইদুর রহমান সাঈদ, আজির উদ্দিন, সিলেট সদর ও ৩ নং খাদিম নগর ইউনিয়ন যুবদলের তমিজুল মিয়া, মিনহাজ আহমদ, সাইফুল ইসলাম, আব্দুল হামিদ, আব্দুল মালিক,সাদেক আহমদ, আব্দুল কাইয়ুম, রুবেল আহমদ, মাহবুব আহমদ রুপু, সুহেল আহমদ, বিলাশ ব্যানাজি,কাওছার আহমদ, সাইফুর রহমান,আলাল আহমদ, সালাম আহমদ,নাজিম মাহমুদ, রিপন আহমদ, সাদ আহমদ, মোহাম্মদ আলী, সিদ্দিকুর রহমান, আনছার আলী, হাফিজুর রহমান, কুতুবউদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি