গোয়াইনঘাট ( সিলেট) সংবাদদাতা:: ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলা প্রসাশন ও সমবায় কার্যালয়ের উদ্দ্যেগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় উপজেলা প্রাঙ্গনে এসে মিলিত হয়।

 

সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় গোয়াইনঘাট উপজেলা সমবায় অফিসার মো: কপিল উদ্দিন’র সভাপতিত্বে ও অফিস সহকারী মো: জিল্লুর রহমান’র পরিচালনায় আলোচনা সভায়, প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেছেন, উৎপাদনমূখী সমবায় করি’ উন্নত বাংলাদেশ গড়ি” এ প্রতি পাদ্যকে সামনে রেখে দেশের আর্থ সামাজি উন্নয়নে সকল শ্রেণী পেশাজীবি অগ্রনি ভূমিকা রাখলে দেশের উন্নয়ন করা সম্ভব। সমবায়ের মাধ্যমে সকল কর্মক্ষেত্রে সততা ও নিষ্টাবান হয়ে কাজ করলে উন্নতির শিখরে অবস্থান’র পাশাপাশি নিজেদের আত্মমর্যাদা বৃদ্ধি পায়।

 

আলোচনা সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন গোয়াইনঘাট মডেল মসজিদে ইমাম মাওলানা আনোয়ার হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠিতা সভাপতি মো: আবদুল মালিক প্রমূখ।