সিলেটের কানাইঘাট উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন তাপস চক্রবর্তী তুষার। ৪০ তম বিসিএস প্রশাসন ক্যাডারে এ কর্মকর্তা কানাইঘাট উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হিসেবে শনিবার (১লা নভেম্বর) আনুষ্ঠানিক কর্মস্থলে যোগদান করেন।
এর আগে তিনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। গত ১৪ অক্টোবর কানাইঘাট উপজেলার সহকারী কমিশনার হিসেবে তাকে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে নিযুক্ত করা হয়।
নতুন ভূমি কর্মকর্তা তাপস চক্রবর্তী তুষারের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলায়।দায়িত্ব পালনে কানাইঘাটের রাজনৈতিক মহল, গণমাধ্যমকর্মী সহ সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
প্রসঙ্গত, দীর্ঘ ১ বছর থেকে কানাইঘাট উপজেলা সহকারি কমিশনা্রের পদটি শূণ্য ছিল। তাপস চক্রবর্তী তুষার যোগদান করায় স্থানীয় প্রশাসনের কাজে আরো গতি আসবে বলে মনে করেন সবাই।