নিজস্ব সংবাদদাতা :: সিলেটের জাফলংয়ে সাবেক ছাত্রনেতা আব্দুল মালিক লিটনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (১ নভেম্বর) দুপুরে লিটনের নিজ বাড়িতে গিয়ে তারা পরিবারের খোঁজখবর নেন, সান্ত্বনা দেন এবং তার মুক্তির দাবিতে একাত্মতা প্রকাশ করেন।
এসময় নেতৃবৃন্দ লিটনের পরিবারের কাছে থেকে মামলার অগ্রগতি ও আইনি সহায়তার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, আব্দুল মালিক লিটনের প্রতি অন্যায় হলে তা শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাফলংবাসীর বেদনা হয়ে দাঁড়াবে। তাই এই মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান।
উপস্থিত নেতৃবৃন্দ ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে, বলেন -এই মামলাটি মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনা করার দাবি জানা।
লিটনের মা-বাবা উপস্থিত নেতৃবৃন্দর সামনে অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, আমাদের ছেলে নিরপরাধ তাকে মিথ্যা সাজানো ও নাটকীয় মামলায় ফাঁসানো হয়েছে। তার মৃত্যুদন্ডের রায় বাতিল করে নিঃশর্ত মুক্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন আমার ছেলেকে নির্দোষ প্রমাণিত করে মুক্তি দিন। আমরা আর কাঁদতে চাই না, ন্যায়ের বিচার চাই।
লিটনের পরিবার উপস্থিত সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের মানুষের কাছে দোয়া চান, যাতে লিটন দ্রুত মুক্তি পান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর কৃষকদলের , যুগ্ম সাধারণ সম্পাদক,মোশাররফ হোসেন, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা,বদরুজ্জামান বদরুল, ছাত্রদল নেতা,ইমদাদুর রহমান, কবির আহমেদ, প্রমুখ।
প্রসঙ্গত: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহিদ মিয়ার পুত্র আব্দুল মালিক লিটনসহ তার সাথে আরও ২ জন আসামী-কে বিগত ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর ১ কেজি মাদক (হিরোইন) সহ পুলিশ গ্রেফতার করে। এই মামলায় বিজ্ঞ আদালত বিগত ২০২৩ সালের ৫ ই অক্টোবর একমাত্র আসামী আব্দুল মালিক লিটনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন এবংখালাস প্রদান করে ২ জন আসামী-কে।