মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:”সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় ” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার নবগঠিত মধ্যনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

 

আজ শনিবার (১ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার ( অস্হায়ী) কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মোঃ শামসুল ইসলাম। উদয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সদস্য ঝলক তালুকদার এর সঞ্চালনায় প্রথমেই কোরান তেলায়ত করেন মধ্যনগর থানা মসজিদের ইমাম হাফিজ মোঃ সাইকুল ইসলাম এবং গীতা পাঠ করেন জলক তালুকদার।

মধ্যনগরে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে পুরষ্কার গ্রহন করেন মোঃ ইমরান মিয়া এবং মধ্যনগর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এ শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে মংগলদ্বীপ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্য রাখেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস আলী, উপজেলা ইসলামি ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান, মধ্যনগর গ্রাম উন্নয়ন ঋণদান সমিতির সাধারণ সম্পাদক মোঃ বিদ্যা মিয়া, এবং মধ্যনগর অনির্বাণ সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি বাবু গোপেস তালুকদার,এ ছাড়া ও উপস্হিতি ছিলেন মধ্যনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ। সভাপতি মহোদয় সমাপনী বক্তৃতায় বলেন ব্যাক্তিগত, সামাজিক ও দেশের উন্নয়নে আমাদের সবাইকে সমবায়ী হওয়া প্রয়োজন পরিশেষে সবার সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সমাপ্তি ঘোষণা করেন।