গোয়াইনঘাট প্রতিনিধি ::সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬ নম্বর ফতেপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জনসমাবেশ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়ন অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এলাকার বিপুল জনসমাগমে সমাবেশটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রেজাউল করিম। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফিজ মিছবাহ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট- ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন। তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়ন, সুশাসন ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধে অনুপ্রাণিত নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি স্থানীয় জনগণের কল্যাণে ইতিবাচক রাজনীতি ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলার আমির আবুল হোসেন এবং পেশাজীবী পরিষদ সিলেট জেলার সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান। তারা বর্তমান সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষা ও ইসলামিক মূল্যবোধ ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।

 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, শাহজাহান সিদ্দিক বেলাল, সহকারী শিক্ষক মাহতাব উদ্দিন, মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আরিফ উদ্দিন, আমিনুর রহমান, হাফিজ মোছা মিয়া, ডা. হেলাল আহমদ, বাবুল আহমদ, আব্দুল করিম, ডা. আয়াত উল্লাহ, মাস্টার আজির উদ্দিন, মাস্টার গোলজার আহমদ, ডা. আব্দুল হাদী, মাস্টার মাহমুদুল হাসান এবং এজেন্ট ব্যাংক এশিয়ার ফতেপুর শাখার ব্যবস্থাপক হারুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

জনসমাবেশে বক্তারা ইসলাম ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং যুবসমাজকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জোরদার করার তাগিদ দেন।

 

আয়োজনটি সার্বিকভাবে পরিচালনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৬ নম্বর ফতেপুর ইউনিয়ন শাখা, গোয়াইনঘাট, সিলেট।