গোয়াইনঘাট প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাটে জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমদের নেতৃত্বে এক ঐতিহাসিক গণমিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২৯ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট সরকারি কলেজ মাঠ থেকে দলে দলে মিছিলসহকারে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল মতিন এবং পরিচালনা করেন সিলেট জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াছ হোসেন, সিলেট মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সুলেমান ছিদ্দিকি, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লোকমান উদ্দিন, জেলা যুবদলের সদস্য খলিলুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কামাল আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেলাল উদ্দিন আহমদ বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা হলো এই দেশের অত্যাচারিত ও নিপীড়িত মানুষের মুক্তির সনদ। সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে অংশ নিলে রাষ্ট্রকাঠামো সংস্কারের এই দফাগুলোর বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায্য, গণতান্ত্রিক ও জনগণনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

 

তিনি আরও বলেন, আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে রাজপথে আছি, থাকব। দেশের মানুষ আর অন্যায়ের শৃঙ্খল মেনে নেবে না।

 

সমাবেশে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুরো গোয়াইনঘাট জুড়ে ছিল মিছিলের ঢল ও ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানে মুখর পরিবেশ।