বড়লেখা প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও সরকার গঠন করলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনার অঙ্গীকার নিয়ে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু বুধবার সুজানগর ইউনিয়নের ১ ও ৩ নং ওয়ার্ডে উঠান বৈঠকে অংশ নেন।

 

বৈঠকে স্থানীয় জনতা, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত জনতার উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো উঠান বৈঠক।

 

বক্তব্যে শরিফুল হক সাজু বলেন, আমি এমপি না হলেও আপনাদের এলাকার উন্নয়ন হবে আমি দায়িত্ব নিলাম। উন্নয়ন মানে শুধু রাস্তা নয়, মানুষের মুখে হাসি ফিরিয়ে আনা। তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন মানেই জনগণের মুক্তি। আমরা এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনব।

 

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা যদি জনগণের পাশে থাকি, তবে কোনো শক্তিই আমাদের রুখতে পারবে না। আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, পদ-পদবি নয়।

 

বক্তারা বলেন, শরিফুল হক সাজু প্রবাসে থেকেও দলের পাশে থেকেছেন, আন্দোলন-সংগ্রামে সহযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মতো নিবেদিত নেতা মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী আসনে খুবই প্রয়োজন।

 

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন শরিফুল হক সাজু।

 

উঠান বৈঠকে বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা বিএনপির সিঃ সহ সভাপতি সাবেক সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান নছিব আলী, সাবেক সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির আহমদ, জুড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুয়েল আহমদ সহ বড়লেখা ও জুড়ী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।