কোম্পানিগঞ্জ প্রতিনিধি : ফয়ছল আহমদ নুমান :সিলেটের কোম্পানিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১টায় এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ও সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন দুদু। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মোত্তাকিন বাদশা, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার আহমদ রুহেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, সিলেট জেলা যুবদলের সদস্য খোকন রঞ্জন দে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিম আহমদ ফরহাদ, উপজেলা যুগ্ম আহ্বায়ক ওসমান খা, আব্দুল্লাহ আল মামুন, রাইসুল ইসলাম রাজন, আরমান আহমদ, আবু আল হেলাল, আবুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য হেলাল মিয়া, মাসুদ রানা, আসাদুজ্জামান আসাদ, ওয়ারিছ মিয়া, মাসুক মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, বরং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

, “দেশপ্রেম, সংগঠনের ঐক্য ও পরিবেশ রক্ষার চেতনায় আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।”

বৃক্ষরোপণ শেষে উপস্থিত নেতৃবৃন্দ জাতীয়তাবাদী চেতনায় দেশ ও মানুষের কল্যাণের কাজেজে নিয়োজিত থাকবো।