ডেস্ক নিউজ::

জৈন্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৩ই অক্টোবর) সকাল ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বরে মহড়া,র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ” আগামীর প্রজন্মকে সক্ষম করি দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালীটি অনুষ্ঠিত হয়। র‍্যালীটি জৈন্তাপুর উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদে এসে শেষ হয়।

 

এ সময় র‍্যালীতে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আল আমিন, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ফায়ার ফাইটার সদস্যরা ও বিভিন্ন স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীরা।

 

পরে ফায়ার সার্ভিসের আয়োজনে স্কুলের শিক্ষার্থীদের অগ্নিসুরক্ষা ও বিভিন্ন দূর্যোগের সময় নিজেকে ও অপরকে রক্ষার অনুশীলন সরূপ বিশেষ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।