কানাইঘাটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ঝিংগাবাড়ী সমাজকল্যাণ সমিতির উদ্যোগে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা আজ শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত হয়। উপজেলার ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার অর্ধ শতাধিক প্রতিষ্ঠানের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

এ সময় পরীক্ষা পরিদর্শন করেন ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: আব্দুছ ছালাম, গাছবাড়ী আইডিয়্যাল কলেজের প্রভাষক হাবিবুর রহমান, গাছবাড়ী মডার্ণ একাডেমীর সিনিয়র শিক্ষক আবু হানিফ,

ঝিংগাবাড়ী সমাজকল্যাণ সমিতির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী দুলাল, মাওলানা এবাদুর রহমান, চৌধুরী, ফজলুল বাসিত বিলাল, দুলাল আহমদ চৌধুরী, মাওলানা এবাদুর রহমান, অ্যাডভোকেট আজহারুল ইসলাম চৌধুরী পাবেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের ট্রেজারার তাওহীদুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদির, সমিতির সাবেক সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ইয়াহইয়া আহমদ চৌধুরী, ব্যাংকার আবু বকর চৌধুরী,বিশিষ্ট মুরব্বি হাজী আলা উদ্দিন,আব্দুন নুর চৌধুরী, মুজম্মিল আলী চৌধুরী প্রমুখ।

 

 

পরীক্ষা পরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মিজানুর রহমান চৌধুরী মাশকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ আল মনসুর চৌধুরীর সঞ্চালনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রুহে আলম, সমাজসেবী শামীম আহমদ প্রমুখ।