কাঁঠালিয়া প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি -১ আসনের রাজাপুর কাঠালিয়া সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী বলেন, স্বাধীনতার পর থেকে মানুষ বিভিন্ন দল ও নেতার শাসন দেখেছে। সোনার বাংলা দেখেছে, সবুজ বাংলা দেখেছে। কিন্তু ইসলামের বাংলা দেখে নাই। এবার রাষ্ট্র পরিচালনার জন্য সৎ ও খোদাভীরু লোক দেখতে চায় জনগণ। হাতপাখার প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা রয়েছে।

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি -১ রাজাপুর কাঠালিয়া আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী তার নির্বাচনী এলাকা জুড়ে ব্যাপক গণসংযোগের অংশ হিসেবে কাঠালিয়া সদর ইউনিয়ন বাজার মরিচ বুনিয়া বাজার, কৈখালী বাজার, আমুয়া বাজার, পাটিখাল ঘাটা বাজার, ১নং চেচরি রামপুর বাজার, আওরাবুনিয়া ইউনিয়ন, শৌজালিয়া ইউনিয়ন, বিনা পানি বাজার এলাকায় গনসংযোগ করেন, রাজাপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়ন

সারাদিনব্যাপী গনসংযোগ করেন চরমোনাই পীর সাহেব মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী। এই গণসংযোগে স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী, কৃষক, যুবক ও প্রবীণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মাওলানা ইব্রাহিম আল হাদী তার প্রতীক হাতপাখা মার্কাকে জনগনের মাঝে পরিচয় করিয়ে দেন। তিনি সবার সাথে কুশল বিনিময় করেন এবং জনগনের নানা ধরনের সমস্যা শুনেন ও সমাধানের আশ্বাস দেন।

 

 

গনসংযোগ শেষে মাওলানা ইব্রাহিম আল হাদী সাংবাদিকদের বলেন “ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে জনগনের সব ধরনের অধিকার বুঝিয়ে দেওয়া হবে। সবাই সবার ন্যায্য অধিকার পাবে।”

 

তিনি তার বক্তব্যে আরো বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে, যেখানে গরীব, ধনী কোন ভেদাভেদ থাকবে না। “তিনি বলেন, জনগণের সমর্থন ও ভোটাধিকারের মাধ্যমে তারা কেবল ক্ষমতা পরিবর্তন নয়, বরং সমাজের মৌলিক পরিবর্তন আনতে চান যেখানে দুর্নীতি থাকবে না

 

এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। গণসংযোগকালে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন দোকানে ও বাজারের অলীতে গলীতে হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারপত্র বিতরণ করেন এবং হাতপাখা মার্কায় ভোট ও সমর্থন চান।

গনসংযোগ কালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাকর্মীরা