সাইয়্যেদ শান্ত- পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার সুন্দরদিঘী ইউনিয়নের খারিজা গুয়াগ্রামে টিউবওয়েলের পানি নিয়ে পারিবারিক ঝগড়া বিবাদের জেরে এক নারীর মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছে।শাবলের আঘাতে গুরুতর আহত হওয়ায়,উন্নত চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত (২২ অক্টোবর) দুপুরে দুই ভাই, ফরিদুল ইসলাম ও রহিদুল ইসলামের মধ্যে টিউবওয়েলের পানি কার বাড়ির জমির উপর দিয়ে যাবে,এই বিষয় নিয়ে প্রথমে কথা ঝগড়া শুরু হয়।আস্তে আস্তে চিল্লাচিল্লি করলে দুই ভাইয়ের স্ত্রী চলে আসে।কেউ হার না মানায় একপর্যায়ে দুই ভাইয়ের বউয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়,হাতাহাতির একপর্যায়ে বড় ভাই রহিদুল ইসলাম রাগের মাথায় শাবল দিয়ে ফরিদুল ইসলাম ছোট ভাইয়ের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৩৩) মাথায় আঘাত করেন। এতে আঞ্জুআরা গুরুতর আঘাতের কারণে মাটিতে পড়ে যায়।

 

ফরিদুল ইসলাম ও স্থানীয়রা তাকে দ্রুত সময়ের মধ্যে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক   প্রাথমিক চিকিৎসা দিয়ে,রোগীর আশঙ্কাজনক অবস্থা দেখে, উন্নত চিকিৎসার জন্য রংপুর রেফার্ড করেন।

 

নিহতের পরিবার জানায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় রংপুরে (২৬ অক্টোবর) মধ্যরাতে আঞ্জুআরা এর মৃত্যু হয়।

 

এদিকে নিহতের ভাই জামান ,ঘটনার একদিন পর গত(২৩ অক্টোবর)দেবীগঞ্জ থানায় রহিদুল ও তার স্ত্রী সহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একটি মামলা করেন।

 

 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন,ঘটনা তদন্ত করে আমরা মামলা নিয়েছি। প্রধান আসামি রহিদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।আঞ্জুআরা

ভিকটিমের মৃত্যুর বিষয়টি বিজ্ঞ আদালতের কাছে রিপোর্ট আকারে পাঠানো হবে। মামলা বাকি আসামিদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।