পবিত্র হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে এনসিপি’র যুব উইং জাতীয় যুবশক্তি সিলেট জেলা শাখার কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।
রোববার বিকেলে মাজার জিয়ারত শেষে সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, জাতীয় যুবশক্তি সিলেট জেলার কার্যক্রম শুরু হয়েছে সাতটি ইশতেহারকে সামনে রেখে।
নেতৃবৃন্দ বলেন, “আমরা সিলেটের প্রতিটি পাড়া-মহল্লায় যুবশক্তির বার্তা পৌঁছে দিতে কাজ করবো। বিশেষ করে যুব কর্মসংস্থান ও চাকরির নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।”
সংগঠনের সাতটি ইশতেহার হলো—
১. যুব কর্মসংস্থান
২. চাকরির নিরাপত্তা ও সুবিধা
৩. গণতন্ত্র ও রাষ্ট্রীয় অংশগ্রহণ
৪. শারীরিক, মানসিক ও সামাজিক পুনর্বাসন
৫. স্থানীয় সংস্কৃতির স্বাধীনতা
৬. বহুমুখী বাণিজ্য
৭. রিজার্ভ শক্তিশালীকরণ
নেতৃবৃন্দ আরও বলেন, “যুব সমাজকে সংগঠিত করে আগামীর বাংলাদেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, প্রতিটি তরুণ কর্মে যুক্ত হোক এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনুক।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি সিলেট জেলার সদস্য সচিব শামিম আহমেদ অপু, মুখ্য সংগঠক পারভেজ আহমেদ অপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. খালেকুজ্জামান, ১ নং যুগ্ম আহ্বায়ক সাবের সালেহ চৌধুরী, সিনিয়র সংগঠক হাসান আহমেদ চৌধুরী মাজেদ, যুগ্ম আহ্বায়ক এম মাহদী হাসান জাকির ও কামরুল হাসান, যুগ্ম সদস্য সচিব তারেক জামিল, মো. আবিদ হাসান খান, কাওসার আহমদ সুমন, রুহুল আমিন, সংগঠক লোকমান আহমদ চৌধুরী, ইমন আহমদ, জুনেদ আহমদ, কাউসার জাকারিয়া এবং কামরান আহমদ প্রমুখ।