ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এ বিষয়ে ইতোমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

 

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, আদালতের নির্দেশে মামলাটির তদন্ত পুনরায় শুরু হয়েছে এবং এটি বর্তমানে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। আসামিরা যেন দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২০ অক্টোবর রাতে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

 

প্রধান আসামি সামিরা হকের পাশাপাশি অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়াস বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।

 

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। প্রথমে এটি আত্মহত্যা বলে দাবি করা হলেও তিন দশক পর আদালতের নির্দেশে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।