সিলেট জেলা সংবাদদাতা ::

গণঅধিকার পরিষদের সিলেট-১ আসনে ট্রাক প্রতীকের মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা আকমল হোসেন নগরীর মদিনা মার্কেট ও বন্দরবাজার, মধুবন মার্কেটে লিফলেট বিতরণ করেন। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি পথচারী ও বিপনীবিতানগুলোতে লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণকালে তিনি বলেন, আজকের এই বাংলাদেশে সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, এমনকি ন্যূনতম জীবিকা অর্জনের সুযোগটাও সংকুচিত হয়ে গেছে। আমরা সেই বাংলাদেশ ফিরিয়ে আনতে চাই, যে বাংলাদেশ একসময় মানুষের স্বপ্ন, আত্মত্যাগ আর স্বাধীনতার আকাঙ্ক্ষায় গড়া হয়েছিল। তিনি বলেন, গণঅধিকার পরিষদ জনগণের স্বার্থে, মানুষের অধিকারের জন্য রাজনীতি করে। আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, আমাদের লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো। এই দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা থামব না।

এসময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সিলেট জেলা শাখার সভাপতি জে এ তোফায়েল, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ মহানগর শাখার সভাপতি মোঃ আলী, সাধারণ সম্পাদক আলী আহমেদ তাজ, বাংলাদেশ যুব অধিকার পরিষদের মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমেদ ছামী, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের মহানগর শাখার আহবায়ক মোঃ জাকির হোসেন সহ অসংখ্য নেতাকর্মী।