সিলেট:: উপজেলা দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে সিলেটের দক্ষিণ সুরমাস্থ হুমায়ুন চত্বর এলাকায় জাতীয় পার্টির কার্যালয় এই আলোচনা সভার আয়োজন করা হয়।

দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ শাহা আলম এর সভাপতিত্বে সদস্য সচিব এম মুর্শেদ খান এর পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, সিলেট জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক হোসেইন আহমদ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা কমিটির সদস্য সচিব এম বরকত আলী, মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব ইমরান আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ শহীদ আহমেদ, আব্দুল আহাদ মিয়া, টিপু সুলতান, মোঃ সাদিক আলী, মোঃ নিমার আলী, মোঃ নজির আহমেদ, কয়েস আহমেদ, ইমরান আহমদ, মানিক মিয়া, সহ বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, উপজেলা দিবস কেবল একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, এটি স্থানীয় জনগণের উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি সুযোগ। বক্তারা বলেন, জাতীয় পার্টি সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে এবং আগামী দিনেও জনগণের কল্যাণে কাজ অব্যাহত রাখবে। জাতীয় পার্টি সবসময় গ্রামীণ মানুষের কথা ভেবে কাজ করে। স্থানীয় মানুষ যেন তাদের সমস্যা সহজভাবে তুলে ধরতে পারে, সেজন্য আমাদের নেতৃবৃন্দকে আরও সংযুক্ত হতে হবে। উপজেলার সার্বিক উন্নয়ন এবং শিক্ষার প্রসার আমরা সর্বদা গুরুত্ব দিচ্ছি। শিক্ষার মাধ্যমে যুব সমাজকে গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। এ কারণে পল্লীবন্ধু গ্রাম বাংলার মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। বিজ্ঞপ্তি