কামরুল হাসান (সাতক্ষীরা) কলারোয়া থেকে:: সাতক্ষীরার কলারোয়ায় এমপিওভুক্ত শিক্ষকদের এক বিশাল সমাবেশ, র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫শ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে কলারোয়া উপজেলায় স্কুল, কলেজ ও মাদরাসায় কর্মরত সকল এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী মঙ্গলবার (২১অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দাবি-দাওয়া ভিত্তিক এ কর্মসূচি পালন করেন। শিক্ষকদের এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে শিক্ষকদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুবকর ছিদ্দীক, সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন। উপজেলা পরিষদ চত্বরের সমাবেশ ও যশোর-সাতক্ষীরা মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্যাহ আমান। এসকল কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এস এম সহিদুল আলম, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি সুপার মাওলানা ওসমান গনি, শিক্ষক নেতা অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, সহকারী অধ্যাপক আবুল খায়ের, তোফাজ্জেল হোসেন সেন্টু, শাহাদাৎ হোসেন, ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আ.সালাম, মাদরাসা সুপার আ.সাত্তার, প্রভাষক তৌহিদুর রহমান, শিক্ষক নেতা এস এম আব্দুল করিম, সহকারী শিক্ষক রুহুল কুদ্দুস, আনারুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি চলাকালে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, আমাদের ঘোষিত দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। তাঁরা আরও বলেন, আমরা শ্রেণিকক্ষে ফিরতে চাই, আমাদের রাজপথে থাকতে বাধ্য করবেন না। শিক্ষকদের স্মরণকালের শ্রেষ্ঠ এ কর্মসূচিতে উপজেলার সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসায় কর্মরত শিক্ষক-কর্মচারী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী।