প্রবাসী সমাজসেবীর মানবিক সহায়তা: নিহত আলমাস উদ্দিনের পরিবারের পাশে দাঁড়ালেন রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী (খসরু)

 

জৈন্তাপুরে বিজিবির গুলিতে নিহত আলমাস উদ্দিন (২৩)-এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন আমেরিকায় প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী রোটারিয়ান আবদুল গাফফার চৌধুরী (খসরু)। নিহতের পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি মানবিক সহায়তা হিসেবে ১০,০০০ টাকা প্রদান করেছেন।

 

রোটারিয়ান আবদুল গাফফার চৌধুরী (খসরু) রোটারি আন্দোলনের নিবেদিত সদস্য, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক। তিনি জৈন্তাপুর প্রেসক্লাবের আজীবন সদস্য হিসেবেও যুক্ত আছেন।

 

স্থানীয়রা জানিয়েছেন, প্রবাসে থেকেও সমাজের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আলমাস উদ্দিনের পরিবারের জন্য সাময়িক স্বস্তি ও সমর্থন এনেছে। তারা আরও বলেন, রোটারিয়ান আবদুল গাফফার চৌধুরী (খসরু) মানবতার সেবায় নিয়োজিত এমন এক ব্যক্তি, যার উদাহরণ সমাজের জন্য অনুপ্রেরণার উৎস।

 

এই মানবিক পদক্ষেপ সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা প্রমাণ করে দূর থেকে থেকেও একজন মানুষ সমাজ পরিবর্তনের আলোকবর্তিকা হতে পারে।